ভালো সংবাদহাইলাইটস

সুবিধা বঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ করলো জুম বাংলাদেশ

zoom bangladesh m r jannat swaponঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বন্ধুদের সংগঠন কার্জনেক্স-৯১ এবং সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শনিবার ১৯ ডিসেম্বর জুম বাংলাদেশ স্কুল হাতিরঝিল শাখায় বিজয় দিবস উযযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কারপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জুম বাংলাদেশ স্কুল হাতিরঝিল শাখার ১৫০ জন সুবিধা বঞ্চিত  শিশু ও তাদের পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়। পবিত্র কোরআন থেকে সুরা তেলাওতের মাধ্যমে শুরু হয়ে উৎসব মুখর পরিবেশে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম।

এসময় কার্জনেক্স-৯১ এর প্রেসিডেন্ট রকীব আহমেদ, সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ সহ কার্জনেক্স-৯১ সংগঠনের প্রায় ২০ জন সদস্য, উর্দ্ধতন সরকারী, বেসরকারী কর্মকর্তা সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মনিরুজ্জামান।

zoom bangladeshজুম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এস টি শাহিন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব মোস্তফা জামান স্বপন।  স্কুল শিক্ষিকা সাবরীনা এনায়েত, প্রধান সমন্বয়ক রাজিব সরকার, সমন্বয়ক সাদেকুল ইসলাম, মো: সোহাগ, হাতিরঝিল শাখার শিক্ষিকা তাহমিনা আক্তার মেরী, কল্পনা আক্তার সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্হিত ছিলেন।

রাজধানী ঢাকার জুম বাংলাদেশ ফাউন্ডেশনের  সাথে কার্জনেক্স-৯১ যৌথভাবে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ সহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছে। অনুষ্ঠান শেষে কার্নেক্সের বন্ধুরা ও আগত অতিথিবৃন্দ জুম বাংলাদেশ ফাউন্ডেশনের আপকামিং’ চিলড্রেন্স শেল্টার হোম’ প্রজেক্ট সহ অন্যান্য কর্মসূচী সম্পর্কে অবহিত হন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বস্তিতে ২০১৬ সালের ১১ মার্চ মাত্র ১৩ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় জুম বাংলাদেশ স্কুল। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উদ্যোগে পরবর্তী সময়ে গড়ে তোলা হয় জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামের এই সংগঠনটি। এই সংগঠনের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল প্রজেক্টে বর্তমানে ৫টি শাখায় ৩ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান করা হচ্ছে। যার মধ্যে রয়ে ঝরেপড়া শিক্ষার্থী, মাদকাসক্ত, বস্তি ও ছিন্নমূল শিশুরা।

এমন আরো সংবাদ

Back to top button