খেলাধুলাজেলার খবর

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় কুমিল্লার মাহিন

সোমবার সংবাদ সম্মেলনে মোফাজ্জল মাহিন চৌধুরী।
সোমবার সংবাদ সম্মেলনে মোফাজ্জল মাহিন চৌধুরী।

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লার মোফাজ্জল মাহিন চৌধুরী। আগামী ১ ও ২ নভেম্বর লন্ডনের রিচমন্ডে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের সাত শতাধিক খেলোয়াড়রা অংশ নেবেন।

বিষয়টি আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ। এর আগে সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দ্য রয়েল কারাতে-দো এসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, লন্ডনের রিচমন্ডে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ এ বাংলাদেশের একমাত্র খেলোয়ার হিসেবে আমি অংশ নিচ্ছি। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মাহিন চৌধুরী আরও বলেন, আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এর আগেও আমি ভারতের এশিয়ান চ্যাম্পিয়ানশিপসহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এ পর্যন্ত ১২টি আন্তর্জাতিক স্বর্ণপদকসহ দেশের জাতীয় ও আন্তঃজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পদক অর্জন করেছি। পরিশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চান যেন বাংলাদেশের গৌরব অর্জন করতে পারেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker