জেলার খবর

নিরাপদ সড়ক নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের দাবি, চট্টগ্রামে মানববন্ধন

চট্টগ্রাম‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর নগরীর জামাল খান প্রেস ক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ-চট্টগ্রাম ও ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকল অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, শুধু চালক বা হেলপার নয়, সড়ক দুর্ঘটনার জন্য আইনের কঠোর প্রয়োগের অভাব, ফুটপাত দখল এবং সড়কের দুর্বল অবকাঠামোও দায়ী।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম নগরীতে যানজট ও দুর্ঘটনার হার বাড়লেও ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ-এর দৃশ্যমান উদ্যোগ নেই। হকার উচ্ছেদ হলেও প্রশাসনের সমন্বয়হীনতায় তা আবার ফিরে আসছে। তাঁরা ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট পরা নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন এস এম নাজের হোসাইন, জেসমিন সুলতানা পারু, এম নাসিরুল হক, কাজী ইকবাল বাহার ছাবেরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker