এন্টারটেইনমেন্ট

ঢাকায় সুরময় বিকেল — ভিন্নধর্মী ধ্রুপদী সঙ্গীত যাত্রায় মুগ্ধ শ্রোতারা

এরশাদুল হক টিংকু
প্রধান নির্বাহী, কুল এক্সপোজার“সঙ্গীত সেই বিশ্বজনীন সেতুবন্ধন, যা হৃদয়কে যুক্ত করে”—এই ভাবনাকে ধারণ করে  বুধবার বিকেলে রাজধানীর মগবাজারের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী ধ্রুপদী সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা। ‘সিদ্ধেশ্বরী ৬৯ ব্যাচ’-এর আয়োজনে এই কনসার্টে শ্রোতারা সুর, তাল ও আবেগের এক অপূর্ব উদ্‌যাপনে মেতে ওঠেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আদ্‌দীন মেডিকেল কলেজের উপদেষ্টা ডা. মুনশি আনোয়ার হোসেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন লখনৌ, ভারতের পণ্ডিত রবিশঙ্কর ঘরানার শিল্পী শ্রী অদিত্য নির্মল। তিনি প্রধান কণ্ঠশিল্পী, বর্ণনাকার ও গল্পকার হিসেবে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের ঐতিহাসিক বিকাশের সাথে বাংলা ভাষা ও সংস্কৃতির বিবর্তনকে মনোমুগ্ধকর সুরযাত্রার মাধ্যমে তুলে ধরেন।

অদিত্য নির্মল রাগ কৌশিকধ্বনি, রাগ ভৈরবী, বাংলা খেয়াল, নজরুলগীতি (যেমন: “বাগিচায় বুলবুলি তুই”) এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। তাঁর পরিবেশনার ফাঁকে তিনি বাংলা ভাষা ও জাতিসত্তার ইতিহাসের সঙ্গে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সম্পর্ক তুলে ধরেন।

যন্ত্রসঙ্গীতে তাঁর সাথে ছিলেন শ্রী দিলীপ বিশ্বাস (হরমোনিয়াম), এবং বিখ্যাত তবলাশিল্পী পণ্ডিত উজ্জ্বল রায় ও তাঁর শিষ্য রাহুল চ্যাটার্জি। পুরো বিকেল জুড়ে শ্রোতারা শিল্পীদের নিপুণ পরিবেশনা ও সুরের গভীরতায় বিমুগ্ধ ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker