আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় আসছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৬ অক্টোবর (রবিবার) মালয়েশিয়ায় পৌঁছাবেন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিতে, যা রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।যোগাযোগমন্ত্রী ও সরকার মুখপাত্র দাতুক ফাহমি ফাদজিল জানান, ট্রাম্পের উপস্থিতি গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ফাহমি বলেন, ডোনাল্ড ট্রাম্প ২৬ অক্টোবর মালয়েশিয়ায় পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনে যে কোনো পরিবর্তন সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তিনি বুধবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার ও ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাস্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা প্রধান সম্পাদক আরুল রাজূ দুর্আর রাজ, ভারপ্রাপ্ত উপপ্রধান সম্পাদক (সংবাদ সেবা) মোহদ শুকরি ইসহাক এবং অর্থনৈতিক সংবাদ সেবার উপপ্রধান সম্পাদক আজলিনা আজিজ। aট্রাম্পের এটি হবে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর কুয়ালালামপুরে তার প্রথম সফর। গত সোমবার ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে মালয়েশিয়া সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন, যদিও তখন তিনি কোনো অতিরিক্ত তথ্য দেননি।
৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব” (Inclusivity and Sustainability)। তিন দিনব্যাপী এই সম্মেলন ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে, যেখানে আসিয়ানের ১০ সদস্য দেশের শীর্ষ নেতা ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারতের মতো গুরুত্বপূর্ণ সংলাপ সহযোগী দেশের নেতারা অংশ নেবেন।



