নির্বাচনলিড নিউজ

এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে সেল গঠন করা হবে : সিইসি

এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে সেল গঠন করা হবে : সিইসি
এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে সেল গঠন করা হবে : সিইসি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশি-বিদেশি সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় উপস্থিত আছেন। সকাল পৌনে ১০টার দিকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ কর্মশালা চলবে। সিইসি বলেন, এআইয়ের অপব্যবহার এখন গ্লোবাল সমস্যা। আমরা নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধ করতে চাই। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে আপনাদের মতামত প্রয়োজন।

নাসির উদ্দীন বলেন, নির্বাচনের সময় অনেক কিছু রাতে ঘটে যেতে পারে। কী ধরনের জনবল আমরা এ কাজে লাগাতে পারি, ডিসইনফরমেশন যেকোনো জায়গা থেকে আসতে পারে। আমরা কীভাবে সেই তথ্য পৌঁছাব, সে বিষয়ে আপনাদের পরামর্শ দরকার। এখানে যারা উপস্থিত আছেন, তারা আমাদের নির্দিষ্ট সাজেশন দিতে পারবেন। আমি এখানে কোনো গাইডলাইন চাই না। এ কর্মশালা আমাদের জন্য কার্যকর হবে।

সভাপতির বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এআই আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা এআই নিয়ে সতর্ক।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker