অসাধারণজেলার খবর

চন্দ্রগঞ্জে এলডিপি নেতার বাড়িতে আগুন

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

Chondro gonj Fire News রাজনৈতিক প্রতিহিংসার জেরে চন্দ্রগঞ্জে এলডিপি’র স্থানীয় নেতা মাকছুদুর রহমানের বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন, মাকছুদুর রহমানের মা মারজাহান বেগম। ওই অভিযোগের উদ্ধৃতি দিযে পুলিশ জানায়,মাকছুদুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। পশ্চিম লতিফপুরের গ্রামের বাড়িতে তার মা থাকতেন। মাকছুদুরকে খুঁজতে এসে না পেয়ে আওয়ামী লীগের ১৫/১৬ জন ক্যাডার ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির ৩টি ঘর ও মুল্যবান জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। দেশে থাকাকালীন এর আগে কয়েক দফায় মাকছুদুর রহমানের উপর ওই রাজনৈতিক সন্ত্রাসীরা হামলা চালায় বলেও থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন তার মা মারজাহান বেগম। পুলিশ ঘটনার তদন্ত করছে ।

এমন আরো সংবাদ

Back to top button