দেশহাইলাইটস

শব্দ দূষণ নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন উপদেষ্টা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বাংলাদেশে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ব্রিটিশ হাইকমিশনের কাছে সম্ভাব্য অনুদান সহায়তার আহবান জানান।

সচিবালয়ে আজ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে রিজওয়ানা এ আহবান জানান।

বৈঠকে উপদেষ্টা পরিবেশ সংরক্ষণে ডিজিটাল সিকোয়েন্সিং ইনফরমেশন (ডিএসআই) অ্যাক্সেস এবং ব্যবহারে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়ে মন্ত্রণালয়ের আগ্রহের কথা তুলে ধরেন।
এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে সহযোগিতার মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার কুক টেকসই এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যতের জন্য বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button