কৃষিহাইলাইটস

হাঁড়িভাঙা আম যেন রংপুরের আশীর্বাদ

ফাইল ছবি: রূপ রিতি এগ্রো ফার্ম
ফাইল ছবি: রূপ রিতি এগ্রো ফার্ম

মিষ্টি ও আঁশহীন হাঁড়িভাঙা আমের চাহিদা বাড়ছে দিন দিন। কয়েক বছর ধরে ফলন ভালো হওয়ায় বেড়ে চলেছে আম উৎপাদনের পরিধিও। রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার বিস্তৃত এলাকার ফসলি জমি, বাগানসহ উঁচু-নিচু ও পরিত্যক্ত জমিতে হচ্ছে এ হাঁড়িভাঙা আমের চাষ। টেকসই অর্থনীতির জন্য হিমাগার স্থাপন, আধুনিক আমচাষ পদ্ধতি বাস্তবায়ন, গবেষণা কেন্দ্র স্থাপনসহ হাঁড়িভাঙাকে জিআই পণ্য হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন আম চাষি ও ব্যবসায়ী।

আম চাষি ও ব্যবসায়ীরা জানান, চলতি বছর ২২০-২৫০ কোটি টাকার আম বিক্রির আশা তাদের। তবে আবহাওয়া ভালো থাকলে হাঁড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম দেশের চাহিদা মিটিয়ে এবারও বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এদিকে রংপুর অঞ্চলে হাঁড়িভাঙা আমের ফলন বেশি হলেও ফজলি, এছাহাক, ছাইবুদ্দিন, সাদা ল্যাংড়া, কালা ল্যাংড়া, কলিকাতা ল্যাংড়া, মিশ্রিভোগ, গোপালভোগ, আম্রপালি, সাদারুচিসহ আরও নানা প্রজাতির আম উৎপাদন হয়ে আসছে।

ফাইল ছবি: রূপ রিতি এগ্রো ফার্ম
ফাইল ছবি: রূপ রিতি এগ্রো ফার্ম

এসব আমের ভিড়ে এখন সবচেয়ে বেশি চাহিদা হাড়িভাঙ্গার। জানা গেছে, এক সময়ে বছরের পর বছর ধরে রংপুরে ধানসহ অন্যান্য ফসল উৎপাদন হয়ে আসছিল। তবে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় দিন দিন বেড়েছে হতাশা। এখন সে হতাশার ছাপ কেটে গেছে। স্বাদে গন্ধে অতুলনীয় হাঁড়িভাঙা আম বদলে দিয়েছে এখনকার চাষিদের পরিচয়। ধান চাষিরা এখন আম চাষি। প্রতি বছর আম চাষ করে লাভবান হচ্ছের আম চাষিরা। এতে বদলে গেছে রংপুরের হাজার হাজার আম চাষি ও কৃষকের ভাগ্য। যেন হাঁড়িভাঙা আম রংপুরের অর্থনীতির জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর রংপুর জেলায় এক হাজার ৯০৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। তাছাড়া ঝড় কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমের তেমন ক্ষতি হয়নি। তারপরও গত বছরের তুলনায় এবার বেশি আমের ফলন হয়েছে। সরেজমিন রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর, রুপসি, সর্দারপাড়া, আখিরাহাট, মাঠেরহাট, পদাগঞ্জ, গোপালপুর, পাইকারেরহাট, কদমতলা, তেকানী, বালুয়া, লালপুকুর, মৌলভীবাজার, হেলেঞ্চা, ছড়ান, দুর্গাপুর, সদরের পালিচড়া, সদ্যপুষ্কুরনী, কাটাবাড়ি, শ্যামপুর ও বদরগঞ্জ উপজেলার গোপালপুর ঘুরে দেখা গেছে, রাস্তার দুপাশে রয়েছে হাঁড়িভাঙা আম গাছ। দেখে মনে হয় যেন সবুজ বিপ্লব। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন জানিয়েছেন, জুনের শেষ সপ্তাহে হাঁড়িভাঙা আম বাজারে আসবে।

সংবাদ উৎস
রূপরিতি এগ্রো ফার্ম

এমন আরো সংবাদ

Back to top button