প্রবাসরাজনীতি

সংসদ নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

malaysia news
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। প্রবাসীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, এনআইডি প্রাপ্তি ও পোস্টাল ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) পান্ডামারান শাখা বিএনপির উদ্যোগে এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পান্ডামারান শাখা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন এবং পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস. এম. বশির আলম।

সভায় প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ। তিনি দেশ নায়ক তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফার বাস্তবায়ন, মালয়েশিয়া প্রবাসীদের অধিক সংখায় পোস্টাল ভোটে অংশগ্রহন করে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।   সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন এবং সদস্য জসিম উদ্দিন এছাড়া আলোচনায় অংশ নেন পান্ডামারান শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, জামাল হোসেন ও শাহিন ফকিরসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন; তাই আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker