প্রবাস

সিডনিতে উদ্বোধন হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ এক্সপো

 Adrita's Worldদুইদিন ব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫ এর ফিতা কেটে জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স সিডনি মেসনিক সেন্টারে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এই এক্সপো শুরু হয়।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট আব্দুল খান রতন ফোরামের সদস্যের সাথে নিয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।  এক্সপোর উদ্বোধনী পর্বে ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা, অ্যাকনলেজমেন্ট অফ কান্ট্রি, ও স্বাগত বক্তব্য।

Subject: সিডনিতে দুইদিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর উদ্বোধন করেন প্রিমিয়ার ক্রিস মিন্স Subject: সিডনিতে দুইদিনব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপোর উদ্বোধন করেন প্রিমিয়ার ক্রিস মিন্স ফোরামের সাধারণ সম্পাদক ব্রায়েন ললের সঞ্চালনায়-  স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার ক্রিস মিন্স, বাংলাদেশ কনসাল জেনারেল ড. শেলি সেলেহীন ও ফোরামের সভাপতি আব্দুল খান রতন। এদিকে এক্সপোর প্রথম দিনের আয়োজন ছিল কর্মশালা ও প্যানেল আলোচনা। এতে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলসের শ্যাডো মন্ত্রী মার্ক কুরে, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুশফিকুর রহমান এবং বেন কারসন।

বিকেলে আলোচনায় অংশ নেন শ্যাডো মন্ত্রী অ্যালেক্স হক, অস্ট্রেলিয়ান কটন শিপার্স অ্যাসোসিয়েশনের সিইও জুলস উইলিস এবং পিআরএন গ্রুপের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান। দুই দিনব্যাপী এই এক্সপোতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল অংশ গ্রহণ করে। এর আগে গতকাল ঢাকা থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এক্সপোতে যোগ দিতে সিডনি এসে পৌঁছান। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও জোরদার করবে বলে আশা আয়োজকদের।

 

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker