জেলার খবর

সবচেয়ে কম ডিগ্রি সেলসিয়াস এখন তেতুলিয়ায়

তেতুলিয়ায়প্রচুর ঠান্ডা পড়ছে রংপুর ও উত্তরবঙ্গের সব জায়গায় তবে আজ পঞ্চগড়ের তেতুলিয়ায় সব চেয়ে বেশি। আজ দেশের সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেখানে।

কিন্তু এত শীত পড়াতে মানুষ থেমে নেই ,সবাই সবার মতো কাজ চালিয়ে যাচ্ছেন। সড়কে যাথারীতি নেমেছেন স্থানীয় ভ্যানচালক, দিনমজুর শ্রমিকরা। কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন সাধারণ কৃষকরাও।

তবে প্রতিদিন কাজে বের হওয়া মানুষের আগের মত আর ইনকাম নেই।সাধারণ মানুষরা আর বাড়ি থেকে তেমন ঠান্ডার কারণে বের হচ্ছেন না,যার ফলে ভ্যানচালক সাধারণ মানুষের আর আগের মত ইনকাম করতে পারচ্ছেন না। কীভাবে সংসার চালাবে এই কথা বলছেন অনেক ভ্যানচালক্।

আর অন্যদিকে ঠান্ডায় অনেক কষ্ট করে ভোর বেলা বের হচ্ছেন সাধারণ কৃষকরা। এতে করে তারাও অনেক বেশি কষ্টের দিন পার করছেন।

তীব্র শীতের প্রকোপে এখন কুপোকাত পুরো দেশ। আর জানুয়ারির একদম শুরুতে বেশ ভালোভাবে শীত  পড়ে গেছে ঢাকা শহরেও। যা একদম ভালো ভাবে বুঝতে পারছেন ঢাকা শহরেও মানুষরা।

তবে আবহাওয়াবিদরা আশা করছেন আগামী ফেব্রুয়ারি মাসে শীতের তীব্রাতা অনেক কমে আসবে।

এমন আরো সংবাদ

Back to top button