এন্টারটেইনমেন্ট

২০২৪ সালের সব চেয়ে সফল সিনেমা

প্রেমালু২০২৪ সালের সবচেয়ে লাভজনক ভারতীয় সিনেমা হলো প্রেমালু। এই সিনেমাটি তার বাজেটের থেকে প্রায়  ৪৫ গুণ লাভ করেছে।

মালায়ালম ভাষায় নির্মিত রোমান্টিক ড্রামা ২০২৪ সালের সবচেয়ে লাভজনক ভারতীয় সিনেমা হিসেবে পরিচিতি পেয়েছে। লাভের হিসেবে এটি বড় বাজেটের ব্লকবাস্টার সিনেমা পুষ্পা ২, কাল্কি ২৮৯৮ এডি এবং স্ত্রী ২-কে ছাড়িয়ে গেছে।

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে প্রায় ১৩৪ কোটি রুপি। এর লাভের হার সিনেমার বাজেটের প্রায় ৪৫ গুণ।

গিরিশ এডি পরিচালিত প্রেমালু একটি রোমান্টিক ড্রামা। সিনেমায় তরুণ প্রেমের জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নাসলেন কে. গফুর এবং মমিতা বৈজু। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীত প্রতাপ, আখিলা ভার্গবন, শ্যাম মোহন, মীনাক্ষী রবীন্দ্রন, ম্যাথিউ থমাস এবং আলতাফ সালিম।

থিয়েটারে প্রেমালুর শুরুটা ধীরগতির হলেও, শক্তিশালী প্রচারণার ফলে সিনেমার টিকেট বিক্রি বেড়ে যায়। সিনেমাটির প্রদর্শন শেষ হওয়ার পর, এটি কেবল ২০২৪ সালের অন্যতম সর্বাধিক আয়কারী মালায়ালম সিনেমাই হয়নি, বরং এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সবচেয়ে লাভজনক সিনেমা হয়ে যায়।

এমন আরো সংবাদ

Back to top button