জেলার খবর

কুড়িগ্রামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের  ব্রিফিং

পুজা মন্ডপে আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং ৮ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েনের পূর্বে বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্রিফিং কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ.এস. এম. সাখাওয়াৎ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।

এই বছর নয় উপজেলা ও তিনটি পৌরসভায় ৪৮৫ পূজামন্ডপে মোট ৩১০২ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। শুধু তাই না এবছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশা দেওয়া হয়েছে। পূজামন্ডপ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমেরও দায়িত্ব পালনের নির্দেশনা হয়েছে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী ও ১১ অক্টোবর মহাষ্টমী পালিত হবে। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাৎসবের সকল আনুষ্ঠানিকতা।

সম্পাদনা
মুঈন তাজদীদ

এমন আরো সংবাদ

Back to top button