শিক্ষা

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী

Greetings from the Office of Communications, BRAC University.
প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরীকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগ ২০ অক্টোবর ২০২৫ থেকে  কার্যকর হয়েছে। প্রফেসর আরশাদ ২০১৯ সাল থেকে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডিন এবং ২০২২ সাল থেকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি উচ্চশিক্ষা, গবেষণা, এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

এর আগে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে আন্তর্জাতিক গবেষণা কোলাবোরেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

প্রফেসর আরশাদ চৌধুরী যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রে ১৫টি পেটেন্টের সহ-উদ্ভাবক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নাল ও সম্মেলনে ৯৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ ও উপস্থাপন করেছেন। এছাড়া, তিনি পিয়ার রিভিউড সায়েন্টিফিক জার্নাল আইইইই ফোটনিক কেটকনোলজি লেটারর্স, জার্নাল অফ লাইটওয়েভ টেকনোলজি এবং ওএসএ জার্নাল অফ অপটিক্যাল কমিউনিকেশন্স অ্যান্ড নেটওয়ার্কিং এর রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker