অর্থনীতিহাইলাইটস

রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নতুন ১২ অফিস করা হবে

এনবিআর ভবন। ফাইল ছবি
এনবিআর ভবন। ফাইল ছবি

কর জাল সম্প্রসারণসহ রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষে নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন কাঠামোর আওতায় এনবিআরের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে ক্যাডার ও নন-ক্যাডার তিন হাজার ৫৯৭টি নতুন পদ তৈরি হয়েছে। এর মধ্যে ৩৭৩টি ক্যাডার এবং তিন হাজার ২২৪টি নন-ক্যাডার পদ। আজ বুধবার (১৫ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।

আল আমিন শেখ এক বিজ্ঞতিতে মাধ্যমে জানান, এনবিআরে কাস্টমস ও ভ্যাট প্রশাসনে ব্যাপক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণ করেছে সরকার। নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট সৃজন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ইতোমধ্যে আদেশ জারি করেছে। এই উদ্যোগের মাধ্যমে কর জাল সম্প্রসারণ করে রাজস্ব আদায় বৃদ্ধি, জাতীয় অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জন, সেবার মানোন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করে তোলার লক্ষ্যে এই সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এনবিআরের প্রস্তাব পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, এবং মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রশাসনিক অনুমোদনের পর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়।

বিবৃতিতে বলা হয়, তিন ধাপে নতুন দপ্তর প্রতিষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে পাঁচটি নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিশনারেট, চারটি নতুন কাস্টমস হাউস, তিনটি বিশেষায়িত দপ্তর। এছাড়া বিদ্যমান কমিশনারেট ও কাস্টমস হাউসগুলোর জনবল বৃদ্ধি ও কাঠামোগত সম্প্রসারণ, ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নতুন কাস্টমস কার্যক্রম এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমের বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker