
শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের সময় জনগণের মাঝে থাকতে চান তিনি। ২০০৮ সালে নির্বাসিত হওয়ার পর এবারই কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখনো কেন দেশে ফেরেননি, এমন প্রশ্নের সম্মুখীন হন তারেক রহমান। তিনি বলেন, কিছু সঙ্গত কারণেই দেশে ফেরা হয়ে ওঠেনি হয়তো। তবে সময় চলে এসেছে মনে হয়। ইনশাল্লাহ শিগগিরই ফিরে আসব।
নির্বাচনের আগে দেশে ফিরবেন কিনা— এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি যেহেতু করি, আর নির্বাচনের সঙ্গে যেহেতু রাজনৈতিক দল ও কর্মীর ওতপ্রোত সম্পর্ক জড়িত। তাই রাজনৈতিক কর্মী হিসেবে প্রত্যাশিত একটি নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। নির্বাচনের সময় জনগণের সাথেই, জনগণের মাঝেই থাকব ইনশাল্লাহ।



