জেলার খবর

রাণীনগরে “রাইডো” ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মো: সাহাজুল ইসলাম
রাণীনগর,নওগাঁ।নওগাঁর রাণীনগরে “রাইডো” ব্রেইন ব্যাটল ১.০ কুইজ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূর্বেই ৩১টি বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১৬৫জন প্রতিনিধি বাচায় করেন এবং এদিন ফাইনাল কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১৫ জনকে বিজয়ী করে তাদের পুরষ্কার প্রদান করা হয়।
রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) আয়োজনে অনুষ্ঠিত কুইজ ফাইনাল প্রতিযোগিতায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: ফরিদ এইচ খান, হাসান মাহমুদ (এসডিই,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডেপুটি কোঅর্ডিনেটর,সার্ক অঞ্চল বিশ্ব যুব সংসদ),রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এচাহক আলী,উপজেলা জামায়াতের আমীর ডা: আনজির হোসেন,রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন প্রমূখ।
আয়োজকরা জানান,কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা,ইংরেজী,পদার্থ,রসায়ন,গণিত,জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিজয়ী মোট ১৬৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়। এছাড়া নবম,দশম,একাদশ,দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker