আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪৪৩ হিজরি বা ২০২৬ খ্রিস্টাব্দের পবিত্র রমজান মাস কবে শুরু হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি। খবর গালফ নিউজ।
ইমিরেটস জ্যোতির্বিদ্যা সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে চাঁদটি সূর্যাস্তের ঠিক এক মিনিট পর অস্ত যাবে, ফলে সেই রাতে এটি খালি চোখে দেখা যাবে না। তাই মাসদার চাঁদ দেখা কমিটি অনুমোদন দিলে রমজানের প্রথম দিন হবে ১৯ ফেব্রুয়ারি।
আল জারওয়ান মধ্যপ্রাচ্যের রোজার সময় নিয়েও কিছু পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেন, আবুধাবিতে প্রথমদিককার রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। আর মাস শেষে সময় বেড়ে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলোও শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকলেও মাস শেষের দিকে ১২ ঘণ্টা ১২ মিনিট হবে। তিনি আরো জানান, রমজান মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ ঋতুর আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।



