দেশ

২০২৪ সালের সবার মুখে মুখে যে ডায়লগ গুলো ছিল বিনোদনের মাধ্যম

ডায়লগ২০২৪ সালটা সবার কাছে অনেক মজার আবার অনেকের কাছে বেদনার। তবে এই বছরে সবার মুখে মুখে অনেক ডায়লগ ছিল যা চলতে ফিরতে মানুষ অনেক জায়গায় বলেছে। মানুষের অবসর সময় এর ফাঁকে অফিস কিংবা বাড়িতে কোন ভুল ত্রুটি করলে মানুষ ডায়লগ গুলো ব্যবহার করতো। তবে জানা যাক এই ২০২৪ সালের জনপ্রিয় এই ডায়লগ গুলোঃ

মুরব্বী মুরব্বী উঁহু উঁহু : এ বছরে সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিলো “মুরব্বী মুরব্বী উঁহুঁ উঁহুঁ” দেশ ও বাহিরে মানুষের মুখে মুখে ছিল এই ডায়লগ।সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ফেসবুক ও টিকটকে। ডায়লগটি একটি ওয়াজ মহফিলে জনপ্রিয় ইসলামিক বক্তা মোস্তাফা ফয়েজের । মহফিল চলার সময় একজন বৃদ্ধ মহফিল থেকে উঠে যেতে চাইলে মোস্তাফা ফয়েজ এই ডায়লগটি বলেন। যা বলার কিছু দিন পর ব্যাপক ভাইরাল হয়।

প্লিজ আমাকে ক্ষমা করে দাও: এর পর যে ডায়লগ টি ছিল “প্লিজ আমাকে ক্ষমা করে দাও” ছোট্ট একটা গ্রামের ছেলের এই ডায়লগটিও  এ বছরে ব্যাপক জনপ্রিয়তা পায়।

স্বজন হারানো বেদনা: স্বজন হারানো বেদনা যে কতটা কষ্টের এই ডায়লগটি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-অগাষ্টারের গণঅভুথানে সাবেক প্রধানমন্ত্রীর এই নাটকটি ছিলো দেখার মতো।আর তখন থেকে মানুষ কোনো ধরনের নাটক করলে এই ডায়লগটি বলে থাকেন।

পালাব না, কোথায় পালাব : সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজনীতির এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্দ্যেশে একটি ভাষণ দিয়েছিলো যা রীতিমতো আওয়ামী লীগ সরকার পালানোর পর ভাইরাল হয়। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বলা একটি ডায়লগ “সি হ্যাস মেইড আস” ব্যাপক ভাইরাল হয়, যা নিয়ে মানুষ তাকে কাউয়া কাদের বলে আখ্যা দিইয়েছে। তবে তাঁর আরো বেশ কিছু ডায়লগ এখনো মানুষ দিয়ে থাকেন।

হাউন আংকেল: বিনোদন জগতের ছোট তারকা সিমরিন লুবাবা এক সাংবাদিক সাক্ষাৎকারে সাবেক ডিবি প্রধান সম্পর্কে কথা বলতে গিয়ে বলে বসেন হাউন আংকেল এর কাছে গিয়েছিলা। যা পরবর্তীতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

রাবিশ কথা বলবেন না: বছর শেষে ৫ আগস্টের পূর্বে চ্যানেল আই এর মেট্রোসেম টু দ্য পয়েন্ট এক সাক্ষাৎকারে উপস্থাপিকা দীপ্তি চৌধুরি সাথে কথার সময় সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরি মানিক উত্তেজিত হয়ে বলেন রাবিশ কথা বলবেন না। একই সাথে ওই সময় দীপ্তি চৌধুরি বলে বসেন উত্তেজিত হবেন না। যা সাথে সাথে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এমন আরো সংবাদ

Back to top button