বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষ বাংলাদেশের মানুষের একমাত্র প্রতীক এবং এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
শনিবার বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের পণ্ডিত গ্রাম সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে বসে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন। বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগ প্রয়োজনে পাকিস্তান বা জামায়াতের সাথেও হাত মেলাবে। তিনি বলেন, দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মী সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



