অবশেষে দীর্ঘদিনের চরম দুর্ভোগের অবসান হলো। পীরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শ্মশানঘাটে যাওয়ার প্রধান রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। রাস্তাটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে মৃতদেহ নিয়ে যেতে স্থানীয়দের, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষদের, চরম কষ্ট পোহাতে হচ্ছিল। বর্ষাকালে কাদা পেরিয়ে মৃতদেহ বহন করতে হতো।
বিএনপি নেতা হাবিবুর রহমান পল্টনের বিশেষ উদ্যোগে এই সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী কান্ত রায় বলেন, “বহু বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছিলাম। রাস্তাটি পাকা হলে আমাদের দুর্ভোগের অবসান হবে।” পল্টন জানান, জনগণের দুর্ভোগ লাঘবের জন্যই তিনি এই উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছেন।



