জেলার খবরলিড নিউজ

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা

উত্তরের জেলা পঞ্চগড়ে তীব্র শীতের মধ্যেই জীবিকার তাগিদে বের হচ্ছেন শ্রমজীবীরা।উত্তরের জেলা পঞ্চগড়ে এখন চলছে শীত ও গরমের লুকোচুরি খেলা। আজ রোববার (১১ নভেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। ভোরের দিকে শীতের দাপট থাকলেও সূর্য ওঠার পরপরই কাঁপুনি কমতে শুরু করে এবং কিছুটা স্বস্তি ফেরে। চলতি মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার মধ্যেই পঞ্চগড়ে তাপমাত্রায় প্রতিদিনই ওঠানামা দেখা দিচ্ছে। এর আগে, শনিবার (১৫ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৪ নভেম্বর) ১৪ ডিগ্রি, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১৩ দশমিক ৪ ডিগ্রি, আর বুধবার (১২ নভেম্বর) রেকর্ড করা হয়েছিল মৌসুমের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় রাতে শীতের প্রভাব বাড়ছে, আবার দিনের বেলায় মিলছে গরমের ছোঁয়া। রাতে বাইরে বের হলে মানুষকে এখন শীতের ভারী পোশাক পরিধান করতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা রাতের কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভুগছেন।

শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাতে ঠান্ডা অনেক বেশি লাগে। বাইরে বের হতেই শরীর কাঁপে। কিন্তু সকাল গড়াতেই আবার গরম গরম অনুভব হয়। ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, রাতে শীত, দিনে গরম— এই পরিবর্তনটা খুব ঝামেলার। কোন পোশাক পরলে ঠিক থাকে বোঝা যাচ্ছে না। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, আজ রোববার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

জিতেন্দ্রনাথ আরও জানান, রাত থেকে ভোর পর্যন্ত শীতের প্রভাব বেশি থাকে। দিনে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা বেড়ে যায়, তাই দুপুরে গরম অনুভূত হচ্ছে। এই আবহাওয়াবিদ আরও জানান, মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker