জেলার খবররাজনীতি

নাটোরে দুলু: মানুষ আর অপেক্ষা মানছেনা

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন চেয়ে দুলুর আহ্বান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকেলে নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়নের কদমতলী বাজারে এক উঠান বৈঠকে তিনি প্রধান উপদেষ্টার কাছে এই দাবি জানান। দুলু বলেন, দেশের মানুষ গত ২০-২২ বছর ধরে এই নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং আর অপেক্ষা মানছে না। তিনি বিশ্বাস করেন, নির্বাচন হলেই মানুষের দুঃখ-কষ্ট দূর হবে।

'মানুষ আর অপেক্ষা মানছে না': নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু

তিনি প্রধান উপদেষ্টাকে নির্বাচন কমিশনকে দ্রুত ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার নির্দেশনা দিতে অনুরোধ জানান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker