পরিবর্তনের প্রতিশ্রুতিতে ভোটারদের আস্থা, মিল্টনের বিশাল গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৫ (কাফরুল, মিরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এক বিশাল গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিল্টনের এই বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা মিরপুর ১৩ নম্বর থেকে শুরু হয়ে আগারগাঁও তালতলা এলাকায় গিয়ে শেষ হয়।
নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক অভূতপূর্ব নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়। মিল্টন ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, মিল্টনের মতো একজন ত্যাগী ও জনসম্পৃক্ত নেতার প্রার্থিতা তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
সংক্ষিপ্ত পথসভায় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা-১৫ আসনের জনগণ পরিবর্তন চায় এবং ভোটাধিকার ফিরে পেতে চায়। তিনি নির্বাচিত হলে কাফরুল ও মিরপুরের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নির্বাচন বানচালের সকল অপচেষ্টা প্রতিহত করে ‘জিয়ার সৈনিকেরা’ মাঠে থাকবে।
এই গণসংযোগে কাফরুল থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মিল্টনের এই সফল গণসংযোগ ঢাকা-১৫ আসনের নির্বাচনী পালে নতুন হাওয়া দিয়েছে।



