হাতিরঝিল থানা এলাকায় সাইফুল আলম নীরবের গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ
রাজধানী ঢাকার হাতিরঝিল থানা আওতাধীন ৩৬ নং ওয়ার্ড এলাকায় আজ বুধবার ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত এই বিএনপি নেতা স্থানীয় জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে সাইফুল আলম নীরব সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের সমর্থন কামনা করেন। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি সংগ্রাম করছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শাহিন, আশরাফ হোসেন চৌধুরী আপু, মাসুদ পারভেজ রানা এবং মোহাম্মদ আরাফাত। এছাড়াও, ৩৬ নং ওয়ার্ড বিএনপির শ্যামলী খান, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক মাধুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রকার শোডাউনে পরিণত হয়।



