রাজনীতি

আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত শফিকুল ইসলাম খান মিল্টন; শিক্ষকদের পাশে থাকার প্রত্যয়

শফিকুল ইসলাম খান মিল্টনঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সংবর্ধনা প্রদান করেন রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা গ্রহণ করে জনাব মিল্টন শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি শিক্ষকদের পাশে আছি।” একইসাথে তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার তাগিদ দেন।

শফিকুল ইসলাম খান মিল্টনবিএনপি মনোনীত এই প্রার্থী তার বক্তব্যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তার দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker