মাত্র ছয় বছর বয়সেই ফুটবলে কলাকৌশল দেখিয়ে সাড়া ফেলেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট্ট ফুটবলার সোহান প্রধানিয়া। স্থানীয় মাঠে কিংবা বাবার সাইকেল মেরামতের দোকানের সামনে যেখানেই বল পায়, সেখানেই পায়ের জাদুতে মুগ্ধ করছে সবাইকে। এবার এই ক্ষুদে মেসির প্রতিভা পৌঁছে যাচ্ছে বিকেএসপি পর্যন্ত। সোমবার (১১ নভেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ফেসবুক পেইজ থেকে জানানো হয়েছে সোহানকে দেওয়া হবে বিশেষ স্কলারশিপ। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান।
এছাড়াও চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, সোহানের ফুটবল নিয়ে কলাকৌশল সোশ্যাল মিডিয়ায় দেখে আমি অভিভূত। তার প্রতিভা যেন কোনো সীমাবদ্ধতায় থেমে না যায়, সে জন্য তার ও তার পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থাকবে। আমরা আমাদের সুযোগ অনুযায়ী তার জন্য কী করা যায় সেদিক নিয়ে কাজ করব। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও প্রতিশ্রুতি দিয়েছেন সোহানের পাশে থাকার।
তিনি জানিয়েছেন, সাত বছরে পা দিলেই বিকেএসপিতে আনুষ্ঠানিকভাবে সোহানকে ভর্তি করানো হবে। সোহান বয়সে এখনো ছোট। তবে বিকেএসপি তাকে স্কলারশিপে নেবে, এটা ভবিষ্যতের জন্য বিশাল সুযোগ। দেশের ফুটবলে লুকিয়ে থাকা প্রতিভাদের আমরা খুঁজে বের করব, সোহান সেই যাত্রার শুরু। চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম সাড়ে পাঁচ আনী থেকে উঠে আসা সোহানের পরিবারও এখন আশায় বুক বাঁধছে। চাঁদপুরের মাঠ থেকে বিকেএসপির একাডেমি যাত্রা শুরু হলো বাংলাদেশের আরেক সম্ভাবনাময় ফুটবল প্রতিভার। এখন কেবল সময়ের অপেক্ষা, ছোট্ট সোহান একদিন হয়তো সত্যিই হয়ে উঠবে বাংলাদেশের ‘মেসি’।



