বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৪ আসনের মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। হারুনুর রশিদ বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবেন।
তিনি বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফরিদগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপি’র ৩১ দফার বার্তা এবং ধানের শীষ প্রতীকের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ সময় তিনি সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেন।



