ধর্মীয়প্রবাস

মালয়েশিয়ায় ওয়াজ মাহফিল: আজকের যুগে বিভাজন নয়, ঐক্য দরকার — ড. এনায়েত উল্যা আব্বাসী

Malaysia news
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির  আয়োজনে অনুষ্ঠিত হলো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও দাঈ ড. এনায়েত উল্যা আব্বাসীর এক মহাসম্মেলনমুখর ওয়াজ মাহফিল। রোববার কুয়ালালামপুরের অভিজাত জি-টাওয়ার বলরুমে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। এরপর মঞ্চে আসেন ইসলামী জ্ঞানচর্চায় খ্যাতিমান দাঈ ড. এনায়েত উল্যা আব্বাসী। তাঁর জ্ঞানগর্ভ ও হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত প্রবাসীরা বিমুগ্ধ হয়ে শোনেন ইসলামের শান্তি, নৈতিকতা ও মানবতার বার্তা।
ড. আব্বাসী বলেন, “বিদেশের কর্মব্যস্ত জীবনের মধ্যেও একজন মুসলমানের উচিত নামাজ, রোজা ও সত্যনিষ্ঠা রক্ষা করা। ইসলামের প্রকৃত সৌন্দর্য শুধু মুখে নয়, তা আচরণে ফুটিয়ে তুলতে হবে। প্রবাসীরাও ইসলামের দূত—তাদের জীবনেই যেন প্রতিফলিত হয় ইসলামের আদর্শ।” তিনি আরও বলেন, “আজকের যুগে বিভাজন নয়, ঐক্য দরকার। মুসলমানদের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতে হবে। প্রবাসীরা যদি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে, তবে তারা শুধু নিজেদের নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও সুনাম বয়ে আনবে।”
ওয়াজ মাহফিলে উপস্থিত প্রবাসীরা বলেন, ড. আব্বাসীর বয়ান তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। প্রবাস জীবনের ক্লান্তি ও নিঃসঙ্গতার মাঝে তাঁর বক্তব্যে তাঁরা নতুনভাবে অনুপ্রাণিত হয়েছেন। একজন প্রবাসী বলেন,
“ড. আব্বাসীর কথা আমাদের ঈমানকে দৃঢ় করেছে। তিনি যেন প্রতি বছর মালয়েশিয়ায় এসে আমাদের তাওহিদ ও ঐক্যের দিকনির্দেশনা দেন।”
আয়োজকরা জানান, মাহফিলের মূল উদ্দেশ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইসলামী চেতনা জাগিয়ে তোলা এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করা। তাঁরা বলেন, “ড. আব্বাসী সাহেবের আগমন আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁর বয়ান প্রবাসীদের মনে নতুন আলোর সঞ্চার করেছে।” মাহফিলটি পরিচালনা করেন, পান্ডান ইন্ডা মসজিদের খতিব, মাওলানা হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ। সভাপতির বক্তব্যে তালহা মাহমুদ বলেন, “মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি বাস করছেন। তাঁদের ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য একটি স্থায়ী মসজিদ, বাংলা স্কুল ও কালচারাল সেন্টার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এই মহৎ উদ্যোগে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কমিউনিটি নেতা শাখাওয়াত হোসেন, দাতো আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, ড. ওয়ালি উল্লা জাহিদ, কাজী সালাহ উদ্দিন, মীর্জা সালাহ উদ্দিন, বিএম নিয়াজ মাহমুদ অপু, মো. দিদার সরকার, রাসেল রানাসহ প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওয়াজ শেষে ড. এনায়েত উল্যা আব্বাসী বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। প্রবাসের মাটিতে এমন একটি হৃদয়গ্রাহী ধর্মীয় আয়োজন স্থানীয় বাংলাদেশিদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মিক চেতনা সঞ্চার করেছে। উপস্থিত অনেকেই বলেন, “এমন মাহফিল প্রবাসীদের ঐক্য ও ইসলামী মূল্যবোধের জাগরণ ঘটাবে। আমরা চাই, এর ধারাবাহিকতা বজায় থাকুক।”

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker