হাইলাইটস

কাতারে জাতিসংঘের দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের আশ ফাউন্ডেশন


Afsarul Hossainদীর্ঘ ৩০ বছর পর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলন। গত ৪ নভেম্বর (মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় কাতারের রাজধানী) দোহায় উদ্বোধন করা হয় “Second World Summit for Social Development”।
উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিশ্ব নেতৃবৃন্দের সামনে বিশেষভাবে দুটি বিষয় তুলে ধরেন। তিনি নিজস্ব ঐতিহ্য বজায় রেখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে বক্তব্য শুরু করেন এবং ফিলিস্তিন ও সুদানের বর্তমান সংকট নিয়ে গভীর দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্বব্যাপী রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও প্রতিনিধি দল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ নিবন্ধিত আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন একটি তিন সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছে। দলের নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, তার সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম এবং মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ।
প্রকৌশলী নাছির উদ্দিন জানান,
“সম্মেলনের প্রতিটি পর্যায়ে স্পষ্ট হয়ে উঠেছে—বিশ্ব নেতৃত্বে মুসলিম দেশ ও সংস্থাগুলোর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা জরুরি। এজন্য আমাদের নিজেদের যোগ্যতা, সক্ষমতা ও উদ্যোগ আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া ‘কেউ পিছিয়ে থাকবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সম্মেলনের বিভিন্ন মিটিংয়ে SDG লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অগ্রগতি এবং লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় করেছি।”
সম্মেলনের অংশ হিসেবে আশ ফাউন্ডেশনের প্রতিনিধিরা কাতার, বাহরাইন, মিশর ও আর্মেনিয়ার বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠক করেন এবং দেশ ও জনকল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্ব সামাজিক উন্নয়ন সম্মেলন। প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এ দ্বিতীয় সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর অগ্রগতি, বৈষম্য হ্রাস, দারিদ্র্য নির্মূল এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker