প্রবাসহাইলাইটস

রিয়াদে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উৎসব

রিয়াদসৌদি আরবের রাজধানী রিয়াদে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব। সৌদি সরকারের ‘গ্লোবাল হারমনি’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ উৎসবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। একই সঙ্গে উৎসবে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হবে।

রিয়াদের আল-সুওয়াইদি পার্কে অনুষ্ঠিতব্য এ উৎসবে থাকছে কনসার্ট, সাংস্কৃতিক ও পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবারের স্টল এবং হস্তশিল্প প্রদর্শনী। ঢাকা থেকে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী। তাদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর, আকাশ মাহমুদ, পুষ্পিতা মিত্র ও দিঘী।

সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনের অংশ হিসেবে ‘জীবনের গুণমান’ কর্মসূচির অধীনে ‘গ্লোবাল হারমনি’ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও সমাজে তাদের অবদান তুলে ধরা।

সৌদি শহরগুলোতে জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের উদ্যোগও এ কার্যক্রমে প্রদর্শন করা হবে। এর অংশ হিসেবেই গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে ধারাবাহিক এই সাংস্কৃতিক উৎসব, যেখানে বিভিন্ন দেশের শিল্প-সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।

রিয়াদে এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ উৎসব। এবারের ‘গ্লোবাল হারমনি’ তে ১৪টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, উগান্ডা, ইয়েমেন, সুদান, সিরিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশ। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে বিভিন্ন দেশের উৎসব।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker