দেশ

ডিজিটাল সল্যুশন ও কানেক্টিভিটিতে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত চুক্তি

পিটিসি ও এক্সেনটেকের চুক্তি: এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন বৃদ্ধিতে নতুন জোট
পিটিসি ও এক্সেনটেকের চুক্তি: এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন বৃদ্ধিতে নতুন জোট

করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। শিল্পখাতে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে এই সহযোগিতা একটি মাইলফলক পদক্ষেপ।

সম্প্রতি চট্টগ্রামের পিটিসি’র প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। পিটিসি’র পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও ফাইন্যান্স) মো. মাহবুবুর রহমান এবং এক্সেনটেক পিএলসি’র পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের এন্টারপ্রাইজ কানেক্টিভিটি এবং ডিজিটাল অবকাঠামোকে রূপান্তরিত করার ক্ষেত্রে আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।” তিনি বিশ্বাস করেন, এই চুক্তির মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতি ও দক্ষতা বাড়ানো সম্ভব হবে।

এই সহযোগিতার লক্ষ্য হলো সিম ও কানেক্টিভিটি-চালিত এন্টারপ্রাইজ সেবার উন্নয়ন এবং সারাদেশে ডিজিটাল সল্যুশনের প্রসার ঘটিয়ে করপোরেট খাতে নতুন মানদণ্ড তৈরি করা।

এমন আরো সংবাদ

Back to top button