তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তির দাবি তামাক শিল্পের
তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী সরকার যেন যথাযথ সংসদীয় প্রক্রিয়া ও অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই অনুমোদন না করে, সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তামাক শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ), ফিলিপ মরিস বাংলাদেশ এবং জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ জানায়।
তারা দাবি করে, এই সংশোধনী প্রান্তিক জনগণের জীবিকা ঝুঁকির মুখে ফেলবে, অবৈধ সিগারেটের বাজারকে ত্বরান্বিত করবে এবং বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। বিশেষ করে সিগারেট তৈরির উপাদান নিষিদ্ধ করার প্রস্তাব বিদ্যমান উৎপাদন ব্যবস্থার জন্য হুমকি।
বিবৃতিতে বলা হয়, খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাধ্যতামূলক করার মতো ধারাগুলো প্রায় ১৫ লক্ষ খুচরা বিক্রেতা এবং দেড় লক্ষ তামাক চাষীর জীবিকাকে বিঘ্নিত করবে। এছাড়া ধোঁয়াবিহীন তামাক পণ্যের নিষেধাজ্ঞা প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের জন্য কম ঝুঁকিপূর্ণ বিকল্পের পথ বন্ধ করবে এবং অবৈধ বাজার বাড়াবে।
তামাক শিল্প সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করে একটি ভারসাম্যপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।



