জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনাইসিভিডি) এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের যৌথ উদ্যোগে পরিচালিত “কার্ডিয়াক ও অ্যাওর্টিক অ্যানিউরিজম সেন্টার স্মল-স্কেল ডেমোনস্ট্রেশন প্রোজেক্ট”-এর চূড়ান্ত ফলাফল ও সমাপনী সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘গ্লোবাল সাউথ ইনিশিয়েটিভ’র অধীনে আয়োজিত এই সম্মেলনটি সোমবার সকালে (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে এই প্রকল্পের সাফল্য এবং বাংলাদেশের কার্ডিওভাসকুলার চিকিৎসায় এর গুরুত্ব তুলে ধরেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক, চিফ কনসালট্যান্ট ও কার্ডিওভাসকুলার সার্জারির প্রধান অধ্যাপক ডা. কাজুয়ুকি ইশিবাশি। তিনি ‘গ্লোবাল সাউথ গ্র্যান্ট প্রজেক্টস’র চূড়ান্ত ফলাফল ও অনুসন্ধানগুলো উপস্থাপন করেন।
শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডেপুটি ডিরেক্টর, চিফ কনসালট্যান্ট ও কার্ডিওলজির প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতার ভূমিকা তুলে ধরেন।
এছাড়াও, জাইকা বাংলাদেশ অফিসের বিশেষ উপদেষ্টা মি. কিয়োশি আমাডা এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস ইউমি ওকাজাকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মি. আমাডা জাপানি সহায়তা ও জাইকার প্রতিশ্রুতির উপর আলোকপাত করেন। আকিটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক মি. মানাতোমো টয়োনো একটি বিশেষ ভিডিও বক্তৃতার মাধ্যমে যুক্ত হন।
লপিকজেল ইনক’র গ্লোবাল বিজনেস প্রোমোশনের পরিচালক মি. রিইউজি কানেকো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘এআই ডায়াগনস্টিক সিস্টেম’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা দেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারির সহযোগী অধ্যাপক ডা. সঞ্জয় কুমার রাহা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অ্যাওর্টিক ভালভ সার্জারির ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেশন মি. ফুটোশি কোনো এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজির অধ্যাপক অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডা. ফারহানা আহমেদ উদ্বোধনী ও পরিচিতিমূলক বক্তব্য দেন।



