বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন নতুন নেতৃত্বে
অধ্যাপক ডা. খালেকুজ্জামান সভাপতি, ডা. আসাদুজ্জামান মহাসচিব এবং ডা. মো. আবুল খায়ের কোষাধ্যক্ষ
দীর্ঘ তিন বছরের মেয়াদোত্তীর্ণ পূর্ববর্তী কমিটি বাতিল করে বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান সভাপতি এবং সিনিয়র কনসালট্যান্ট ডা. খোন্দকার আসাদুজ্জামান মহাসচিব (সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন। সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল খায়েরকে কোষাধ্যক্ষ মনোনীত করে মোট ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বুধবার সকাল ১১টায় ধানমন্ডির এক অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভা থেকে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সভায় সোসাইটির দুই-তৃতীয়াংশের অধিক সদস্য উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. তৌহিদুল হক।
আলোচনায় সংগঠনকে আরও সচল, শক্তিশালী ও গতিশীল করার প্রয়োজনে পূর্ববর্তী নিষ্ক্রিয় কমিটি বাতিল করে নতুন নেতৃত্ব গঠনের প্রস্তাব উত্থাপিত হয়। সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়।
উপস্থিত সদস্যবৃন্দ নবগঠিত কমিটিকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান এবং প্রত্যাশা ব্যক্ত করেন যে এই দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন নতুন গতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।
সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্টারভেনশনিস্ট অধ্যাপক ডা. আফজালুর রহমান, অধ্যাপক ডা. খালেদ মহসিন, অধ্যাপক ডা. সৈয়দ আজিজুল হক, অধ্যাপক ডা. এ.এফ. খবির উদ্দীন আহমেদ, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. আমিরুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামসহ আরও অনেক জ্যেষ্ঠ কার্ডিওলজিস্ট উপস্থিত ছিলেন।



