স্বাস্থ্যহাইলাইটস

তেজগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের 

শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল
ছবি: শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মো. আবুল খায়ের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন।

শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় এলাকার দরিদ্র ও দুস্থ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।

গতকাল অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মো. আবুল খায়ের। তার তত্ত্বাবধানে একদল অভিজ্ঞ চিকিৎসক স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ দেন।

শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালক্যাম্পে আসা রোগীরা জানান, হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যার জন্য তারা চিকিৎসা পেয়েছেন। অনেক সময় ব্যয়বহুল চিকিৎসার কারণে তাদের পক্ষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয় না, তাই এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. কে এম মুজাহিদুল ইসলাম জানান, জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ১২ জন বিশেষজ্ঞ ডক্টর সামাজিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রমে অংশ নিয়েছেন।

‘মায়ের ডাক’ সংগঠনের পক্ষ সংগঠক সানজিদা ইসলাম তুলি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যাবে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker