জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের আরও সোচ্চার হওয়া প্রয়োজন: হারজিত সিং

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি: ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে আরও সোচ্চার হতে হবে: হারজিত সিং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বৈশ্বিকভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। তাই এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ফসিল ফুয়েল নন-প্রোলিফারেশন ট্রিটির কৌশলগত উপদেষ্টা হারজিত সিং।

বুধবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)’র সঙ্গে এক বিশেষ আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা তখনই সফল হবে যখন তা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা ও বিদ্যমান অবকাঠামোর প্রতিফলন ঘটাবে। এ সময় তিনি প্রযুক্তি হস্তান্তর ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার ওপর জোর দেন। হারজিত সিং আরও সতর্ক করে বলেন, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (এমডিবি) থেকে আসা জলবায়ু অর্থায়নের বড় অংশ অনুদানের পরিবর্তে ঋণ আকারে দেওয়া হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বাড়তি বোঝা।

আলোচনায় সাকজেএফ’র কেন্দ্রীয় ও বাংলাদেশ চ্যাপ্টারের নেতারা উপস্থিত ছিলেন। তারা জলবায়ু ও শক্তি সংক্রান্ত বিষয়ে প্রমাণভিত্তিক রিপোর্টিং করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এমন আরো সংবাদ

Back to top button