জনশক্তি রপ্তানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈদেশিক বাণিজ্যে জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিস (বায়রা) সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (দক্ষিণ)’র উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার দুইবারের সাবেক সফল সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।
উক্ত আলোচনা সভায় বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ-উল-ইসলাম প্রধান বক্তা এবং সাবেক যুগ্ন মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আহবায়ক ছিলেন মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী এবং সদস্য সচিব হিসেবে ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভায় বক্তারা বৈদেশিক বাণিজ্যের সকল সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



