জলবায়ু পরিবর্তনহাইলাইটস

বিশ্ব জলবায়ু সম্মেলনে যাচ্ছেন কেরামত উল্লাহ বিপ্লব

2021 United Nations Climate Change Conferenceজাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ২৬ কভার করতে এবার স্কটল্যান্ডের গ্লাসগো যাচ্ছেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর ও খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। তিনি অন্যতম এই বিশ্ব সম্মেলনের খবরাখবর দেশে পাঠাবেন। ৩১ অক্টোবর থেকে শুরু সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। করোনা মহামারীর পর এই প্রথম একটি বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বর ১২৩টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান একত্রিত হচ্ছেন। ২০ হাজারেরও বেশি বিশ্ব নেতা, পরিবেশবিদ, বিজ্ঞানী, উন্নয়ন কর্মী, মানবাধিকার নেতাসহ বিভিন্ন দেশের ২৬০০ সাংবাদিকও থাকবেন সেখানে। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের ১১ জন মন্ত্রী ৯জন সচিবসহ প্রায় ২০০ জন প্রতিনিধি যাচ্ছেন সম্মেলনে। এবার জলবায়ু সম্মেলনকে ঘিরে প্রত্যাশাও অনেক। কারন, এতবড় আয়োজন এর আগে আর হয়নি।
সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব নিয়মিত জলবায়ু সম্মেলনের নানাদিক গ্লাসগো থেকে লিখবেন ভালো সংবাদে । পড়তে আমন্ত্রণ রইলো।

এমন আরো সংবাদ

Back to top button