হিরো অফ দি ডে
অনুসন্ধানী অভিবাসন সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রে পুরস্কৃত কেরামত উল্লাহ বিপ্লব
অনুসন্ধানী অভিবাসন সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হয়েছেন এটিএন বাংলার সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। স্থানীয় সময় বুধবার বিকেলে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে তাকে এ সন্মাননা তুলে দেন প্যাসাইক কাউন্টি কমিশনার জন বার্টলেট । মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভবিাসীদের নিয়ে করোনা মহামারীকালে এটিএন বাংলায় ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য কেরামত উল্লাহ বিপ্লবকে এই কাউন্টি এওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সির বাংলাদেশী কমিউনিটি নেতা হোসাইন পাঠান এবং নিউইয়র্কের সিনিয়র ইমিগ্রেশন কনসালট্যান্ট নাসরিন আহমেদ।







