চারদিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। রোববার (১৭ জুলাই) ঢাকা আসেন তিনি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী অর্চনা পান্ডে এবং তিন সদস্যের একটি প্রতিনিধি দল। ভারতের সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে জেনারেল মনোজ পান্ডের।
এছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। একই সঙ্গে তিনি বিভিন্ন সামরিক স্টেশন পরিদর্শন করবেন।
এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন জেনারেল মনোজ পান্ডে। এর মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে মিরপুরে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন এবং সশস্ত্র বাহিনী ওয়ার কোর্সের শিক্ষার্থী অফিসারগণ ও অনুষদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করবেন।
তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংও পরিদর্শন করবেন। ভারতের সেনাপ্রধানের এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।



