৫ বছর পর রিজভী-রাজন জুটির গান
ভালো সংবাদ ডেস্ক: ২০১৫ সালে জি সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছিলো মিক্সড অডিও অ্যালবাম “প্রেম প্রজাপতি”। সেই অ্যালবামে রেজাউর রহমান রিজভীর কথা ও রাজন সাহার সুর-সংগীতে “মনের মাঝে” শিরোনামের একটি গানে কণ্ঠ দেন ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা সাব্বির জামান ও লোপা হোসাইন। গানটি বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছিল।
এবার ৫ বছর পর আসন্ন ঈদুল আযহায় আবারো আসছে রিজভী-রাজন জুটির নতুন গান। গানের শিরোনাম “রিমঝিম বৃষ্টিতে”। রেজাউর রহমান রিজভীর কথা ও রাজন সাহার সুর-সংগীতে এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার মেলোডি কুইনখ্যাত শিল্পী মধুরা ভট্টাচার্য।
‘আকাশ ভরা মেঘের ভেলা, নাও ভাসাবো চলো আজ/ হাতটি ধরে ভিজবো না হয়, মন পাখিটা ভিজে যাক/ এসো ভিজি একসাথে, রিমঝিম রিমঝিম বৃষ্টিতে/ চোখে শুধু চোখ রেখে, ভালোবাসি তোমাকে’- এমন কথায় সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশের স্টুডিও জয়ার ব্যানারে খুব শীঘ্রই গানটির ভিডিওচিত্র নির্মিত হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, ‘রাজন সাহা দাদার সঙ্গে করা আমার প্রথম গানটি প্রকাশিত হয় ২০১৪ সালে। সোহেল মেহেদী ও নওরীন শরীফ শার্লিনের গাওয়া সেই গানটির শিরোনাম ছিল “শুভদৃষ্টি”। এর পরের বছরই রাজন সাহা দাদার সুর-সংগীতে প্রকাশিত হয় আমার লেখা “মনের মাঝে” শিরোনামের গানটি। এবার দীর্ঘ ৫ বছর পর আবারো আসছে আমাদের নতুন গান “রিমঝিম বৃষ্টিতে”। আশা করি, পূর্বের গানগুলোর মতো এই গানটিও শ্রোতারা পছন্দ করবেন।’
মিউজিশিয়ান রাজন সাহা বলেন, ‘রিজভী ভাই বরাবরই আমার প্রিয় গীতিকারদের মধ্যে অন্যতম। তার গানের কথা রোমান্টিকধর্মী। তার লেখা আগের দুটি গান ডুয়েট হলেও এবারের গানটি সলো। গেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী মধুরা ভট্টাচার্য। এছাড়া রিজভী ভাইয়ের লেখা ও আমার সুর-সংগীতে ওস্তাদ সালাউদ্দিন আহমেদের গাওয়া “শ্রাবণ মাসের ঢল” শিরোনামের আরেকটি দারুণ গান অচিরেই প্রকাশিত হবে। এর বাইরেও আমাদের দুজনের আরো কিছু গানের কাজ চলছে। আশা করি, পূর্বের মতো এই গানগুলোও শ্রোতাপ্রিয়তা পাবে।’
এদিকে “রিমঝিম বৃষ্টিতে” গানটি প্রসঙ্গে শিল্পী মধুরা ভট্টাচার্য বলেন, ‘করোনার এই সংকটকালের মধ্যেও খুব সুন্দর একটি গান রেকর্ড করলাম। বাংলাদেশের রাজন সাহার দাদার সুরে ও রেজাউর রহমান রিজভী দাদার গাওয়া এই গানটির নাম ‘রিমঝিম বৃষ্টিতে’। খুব শীঘ্রই গানটি আসতে চলেছে বাংলাদেশের স্টুডিও জয়ার ব্যানারে। এটি বর্ষার গান। আর বর্ষাকাল মানেই তো একটু প্রেমের গান। খুব মিষ্টি একটি গান। আশা করি শ্রোতাদের কাছে গানটি অনেক ভালো লাগবে।’
রাজন সাহা জানান, খুব শীঘ্রই বাংলাদেশের স্টুডিও জয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘রিমঝিম বৃষ্টিতে’ গানটি প্রকাশিত হবে।#