ভ্রমণহাইলাইটস

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বাংলাদেশের উড়োজাহাজ

নিজেদের কয়েকটি শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান | ছবি: ফাইল/নিজস্ব আলোকচিত্রী
নিজেদের কয়েকটি শহরের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান | ছবি: ফাইল/নিজস্ব আলোকচিত্রী

ভারত-পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করছে দেশের বেসরকারি আকাশ পরিবহন সংস্থা ইউএস বাংলাও। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চললেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার অব্যাহত রেখেছে দুটি এয়ারলাইনসই। এদিকে অনেক বিদেশী এয়ারলাইনসও বাংলাদেশে আসার রুট পরিবর্তন করছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, রুট পরিবর্তন করা ফ্লাইটগুলো ছিল টার্কিশ এয়ারলাইনস, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের। এর মধ্যে তুরস্ক থেকে ঢাকা অভিমুখী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি দুবাইয়ে অবতরণ করে। আর কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজটি কুয়েতেই ফিরে যায়। পরবর্তী সময়ে রুট পরিবর্তন করে ফ্লাইটগুলো সকালে ঢাকায় পৌঁছে।

উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, ‘বিমানের যেসব ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করত সেগুলো এখন ওমান উপসাগরের ওপর দিয়ে চলাচল করছে।’

বর্তমানে হজযাত্রী পরিবহনে ব্যস্ত সময় পার করছে বিমান বাংলাদেশ। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে হজযাত্রী পরিবহনে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এমন প্রশ্নে রওশন কবীর বলেন, ‘‌রুট পরিবর্তন হওয়ায় মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে প্রায় আধাঘণ্টা সময় বেশি লাগছে। তবে এ কারণে হজ কিংবা সাধারণ ফ্লাইটে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না।’

বিমান বাংলাদেশ ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইনসও বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতির কারণে ইউএস বাংলার উড়োজাহাজও পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। তিনি  বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমরা দুটি রুট দিয়ে ফ্লাইট পরিচালনা করি। একটি রুট মুম্বাই, অন্য রুটটি করাচি হয়ে যায়। চলমান পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটগুলো সাময়িকভাবে করাচি রুট এড়িয়ে চলছে।’

এমন আরো সংবাদ

Back to top button