এন্টারটেইনমেন্ট

সুধীরের সিনেমার শুটিং হবে কলকাতায়

ছবি: মিড-ডে
হিন্দিতেই সিনেমা করেন সুধীর মিশ্র। তবে কলকাতার সঙ্গে তার যোগসূত্র আছে। সুধীরের স্ত্রী ছিলেন বাঙালি। এবার তিনটি সিনেমার শুটিং করবেন তিনি কলকাতায়।

একটি সিনেমার অন্যতম চরিত্র মহাত্মা গান্ধী। তাই গান্ধী ভবন ও কলকাতার আরো কিছু স্থান ঘুরে দেখেছেন তিনি। শুটিং কবে শুরু করবেন, তা নিয়ে এখনো কিছু জানাননি সুধীর মিশ্র।

এমন আরো সংবাদ

Back to top button