রহস্যময় ‘জলবিভেদ’: কেন আমাজন ও রিও নিগরোর পানি একসাথে মেশে না?
কেরামত উল্লাহ বিপ্লব, মানাউস (ব্রাজিল) থেকে: কেন দুই নদীর পানি একসাথে মেশে না? স্বচক্ষে দেখে জানলাম। ব্রাজিলে আমাজন ও রিও নিগরো নদীর এই জলবিভেদ, যা বিশ্বের অন্যতম রহস্যময় প্রাকৃতিক ঘটনা। বহুদিনের স্বপ্ন থেকে বাস্তবে তাই দেখে এলাম আজ। স্থানীয়দের কাছে জানলামও অনেক কিছু।
ব্রাজিলের আমাজন প্রদেশের রাজধানী মানাউস। শহরের কাছাকাছি দক্ষিণে আশ্চর্য এই দুই নদীর প্রবাহ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী আমাজন এবং রিও নিগরো নদী এখানে প্রায় ১০ কিলোমিটার পাশাপাশি বয়ে গেছে। কিন্তু এক নদীর পানি অন্য নদীতে মেশে না। বিজ্ঞানীরা এই ঘটনাকে “Encontro das Águas” বা “Meeting of the Waters” নাম দিয়েছেন।
১) রিও নিগরো নদীর পানি:
রং: গাঢ় কালচে (চায়ের মতো)
pH: অম্লীয় (৪.৫–৫.৫)
তাপমাত্রা: ২৮–৩২°C
গতি: তুলনামূলক ধীর, পানি ভারী
উৎস: কলম্বিয়া–ভেনেজুয়েলার উচ্চভূমির বন
রিও নিগরো নদীর পানি কালো কারণ আমাজন বনের পচে যাওয়া পাতা, গাছের বাকল ও জৈব পদার্থ থেকে নির্গত হিউমিক ও ফুলভিক অ্যাসিড পানিকে এমন করেছে। এই কারণে পানি স্বচ্ছ হলেও রঙ কালো। এই নদী প্রায় মাছবিহীন।
২) আমাজন নদীর পানি:
রং: কাদা–হলুদ
pH: সামান্য ক্ষারীয় (৬.৫–৭)
তাপমাত্রা: ২২–২৬°C
গতি: দ্রুত (শক্তিশালী স্রোত)
উৎস: পেরুর আন্দেস পর্বতমালা
উচ্চভূমি থেকে আসা আগ্নেয় ও পলিমাটির কণা নদীতে মিশে পানি ঘোলা করে। প্রতি সেকেন্ডে লক্ষ টন সেডিমেন্ট আমাজনে প্রবাহিত হয়। তবে এই নদীর জীবনী শক্তি অনেক, প্রচুর মাছ হয়।
কেন দুই নদীর পানি মিশে যায় না?
নদী দুটির পানি দীর্ঘসময় পাশাপাশি বয়ে চলার প্রধান তিনটি কারণ—
১. তাপমাত্রার পার্থক্য: রিও নিগরো গরম (২৮–৩২°C) এবং আমাজন অপেক্ষাকৃত ঠাণ্ডা (২২–২৬°C)। গরম পানি হালকা, ঠাণ্ডা পানি ভারী—এই ভিন্নতা দুই নদীর পানিকে সহজে মিশতে দেয় না।
২. ঘনত্বের ভিন্নতা: রিও নিগরোর অম্লীয় ও জৈব পদার্থ সমৃদ্ধ পানি এবং আমাজন খনিজ ও পলিমাটিসমৃদ্ধ। এই দুই ধরনের পানির ঘনত্ব ভিন্ন হওয়ার কারণে তারা সহজে মেশে না।
৩. স্রোতের গতির পার্থক্য: আমাজন দ্রুত চলে, রিও নিগরো ধীর গতির। গতির এই ভিন্নতাও জলবিভেদ বজায় রাখতে সাহায্য করে।
এ কারণে দুই নদী ৬–১০ কিমি জুড়ে স্পষ্টভাবে দুই রঙে পাশাপাশি প্রবাহিত হয়।
ট্যুরিজমে এর ভূমিকা
মানাউসের প্রধান আকর্ষণ এই সাদা-কালো নদীর পানি। অন্তত ২০ লাখ পর্যটক আসেন শুধু এই জায়গা দেখতে। পাশেই রয়েছে দুনিয়ার আরেক বিস্ময় আমাজন বন। সেই বনও ঘুরে আসি।




