জেলার খবররাজনীতি

ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা দিলেন হারুনুর রশিদ

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ৩১ দফা

৩১ দফা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: হারুনুর রশিদ
ফরিদগঞ্জে বিএনপি প্রার্থীর উঠোন বৈঠকে ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বানবিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ আসনের মনোনীত প্রার্থী, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই এদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। তিনি মনে করেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা অপরিহার্য।

রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠোন বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, ধানের শীষ হলো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত মার্কা। তিনি নিজে এই প্রতীকের বাহক হিসেবে সকলের কাছে ঐক্যের বার্তা নিয়ে এসেছেন। তিনি জাতীয়তাবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করবে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker