
মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা অচলাবস্থা (শাটডাউন) অবসানের চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে ভোটাভুটির সময় যত ঘনিয়ে আসছে সিনেটে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট শিবির ততই নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে। এদিকে, আজ বুধবার (১২ নভেম্বর) দেশটির প্রতিনিধি পরিষদে ব্যয় বিলের ওপর ভোট হওয়ার বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিজয়’ ঘোষণা করেছেন। খবর এএফপির। গত সোমবার সিনেটে আটজন ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পের রিপাবলিকানদের পক্ষে যোগ দেওয়ায় পর ছয় সপ্তাহের এই অচলাবস্থা অবসানের লক্ষ্যে ভোটাভুটিকে সামনে রেখে আর্লিংটন জাতীয় সমাধিতে ভেটেরান্স ডে’র ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে অভিনন্দন জানান। অনুষ্ঠানস্থলে শ্রোতাদের মধ্যে জনসনকে দেখতে পেয়ে ট্রাম্প বলেন, ‘আপনাকে এবং প্রত্যেককে একটি খুব বড় বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দেশকে আবার সচল করতে পেরেছি এবং দেশকে অচল করা মোটেও উচিত হয়নি।’
ট্রাম্প তার বক্তব্যে বলেন, তিনি আশা করেন রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ সরকারের আগামী জানুয়ারি পর্যন্ত অর্থায়নের বিলটি অনুমোদন করবে। এদিকে, শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা সরকারকে অর্থায়নের বিরোধিতা করার অঙ্গীকার করেছেন। তবে এটি হাউসে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা এর জন্য যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তা রিপাবলিকানদের রয়েছে, যদিও তা সামান্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর শাটডাউনের কারণে ডেমোক্র্যাটদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন এবং স্বাস্থ্য বিমার বিষয়ে তাদের দাবি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। শাটডাউনের কারণে ১০ লাখ ফেডারেল কর্মী বেতন পাননি এবং নিম্ন আয়ের নাগরিকরা খাদ্য সুবিধা গ্রহণে অসুবিধার মুখে পড়েছিল। পাশাপাশি থ্যাঙ্কসগিভিং ছুটির আগে বিমান যাত্রীদের হাজার হাজার ফ্লাইট বাতিল ও দেরি হয়েছিল।
পরিবহণ মন্ত্রী শন ডাফি মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, অচলাবস্থা চলতে থাকলে ছুটির এই সময়ে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে কেননা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন দেওয়া যাচ্ছে না। শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে ডাফি বলেন, বিমান সংস্থাগুলো ফ্লাইট চলাচল অব্যাহত রাখবে কিনা সে বিষয়ে হিসাব-নিকাশ করছে।
সাম্প্রতিক জরিপগুলোতে ভোটাররা শাটডাউনের জন্য ক্রমবর্ধমান হারে ট্রাম্পের দলকে দায়ি করছে। কিন্তু শেষ পর্যন্ত শাটডাউন অবসানে ডেমোক্র্যাটরা নতি স্বীকার করে এবং সিনেটে রিপাবলিকাদের সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করে। অন্যদিকে, শাটডাউন অবসানে ডেমোক্র্যাট ও রিপাবলিকাদের মধ্যে চুক্তির কারণে ডেমোক্র্যাট শিবিরে ফাটল দেখা দিয়েছে। বেশ কয়েকজন প্রবীণ নেতা বলেছেন, শাটডাউন ইস্যুর কেন্দ্রে থাকা স্বাস্থ্য বিমায় ভর্তুকি বাড়ানোর জন্য তাদের আরও দৃঢ় থাকা উচিত ছিল।



