আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্থাটির একটি পর্যালোচনা মিশন আজ ঢাকা আসছে। মিশনটি দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৬ থেকে ১৭ এপ্রিল আইএমএফের রিভিউ মিশন বাংলাদেশ সফর করে যায়।
তথ্যানুসারে, আইএমএফ মিশন ঋণ কর্মসূচির অধীনে বাংলাদেশের শর্ত পূরণ ও সংস্কার বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করে দেখবে। মিশনটির কর্মকর্তারা এ সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।



