ভ্রমণ

নিলয় কুমার বিশ্বাস: ভ্রমণকে পেশা করে বিশ্ব জয়ের পথে এক বাংলাদেশি

নিলয় কুমার বিশ্বাস:ভ্রমণকে নিছক আবেগ নয়, বরং জীবনের সাধনা হিসেবে বেছে নিয়েছেন নিলয় কুমার বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেও তিনি প্রথাগত সাংবাদিকতার পথ ধরেননি। তার শৈশবের বিশ্বভ্রমণের স্বপ্ন তাকে নিয়ে এসেছে ভ্রমণ ও পর্যটন শিল্পে।

বর্তমানে নিলয় কুমার বিশ্বাস বাংলাদেশ-ভিত্তিক ট্র্যাভেল এজেন্সি বেঙ্গল ভিস্তা’ র নির্বাহী পরিচালক। জনপ্রিয় ভ্রমণ কন্টেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমনের নেতৃত্বাধীন এই সংস্থাটির মাধ্যমে তিনি হাজার হাজার তরুণ বাংলাদেশিকে বিশ্ব ভ্রমণের অনুপ্রেরণা জুগিয়েছেন।

নিলয় কুমার বিশ্বাস:নিলয়ের ভ্রমণ অভিজ্ঞতা সুবিস্তৃত। তিনি ভারত ও চীনসহ এশিয়ার বহু উল্লেখযোগ্য গন্তব্য ঘুরে দেখেছেন। বিশেষ করে তিব্বতে পবিত্র কৈলাস পর্বত আরোহণকে তিনি জীবনের অন্যতম আধ্যাত্মিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গোলিয়ার তৃণভূমি, হিমালয়ের গভীরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রত্যন্ত অঞ্চলেও তিনি ভ্রমণ করেছেন, স্থানীয় জীবনধারা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। নিলয় মনে করেন, এই অভিজ্ঞতা তাকে মানবতা ও নম্রতা সম্পর্কে শ্রেণীকক্ষের চেয়ে বেশি শিখিয়েছে।

বর্তমানে নিলয় বেঙ্গল ভিস্তার মাধ্যমে অন্যদের সাথে তার ভ্রমণ-আবেগ ভাগ করে নিচ্ছেন। তার লক্ষ্য হলো মানুষকে কেবল বিনোদনের জন্য নয়, বরং সংস্কৃতি, ইতিহাস ও প্রকৃতির সঙ্গে অর্থপূর্ণ উপায়ে সংযোগ স্থাপনের জন্য ভ্রমণে উৎসাহিত করা। পৃথিবীর প্রতিটি দেশে ভ্রমণ করার স্বপ্ন দেখেন নিলয়। তার এই যাত্রা প্রমাণ করে যে আবেগ আর অধ্যবসায় থাকলে দুঃসাহসিক স্বপ্নও বাস্তবে রূপ দিতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker